abdulmannan62
Mainabdulmannan62
- Name: আব্দুল মান্নান
- Surname: মল্লিক
- Location: মরাদিঘী, রেজিনগর, মুর্শিদাবা, পশ্চিমব, ভারত
- About Me: পরিচিতি : আব্দুল মান্নান মল্লিক ইং ১৯৬২ সনের ১১-ই সেপ্টেম্বর মুর্শিদাবাদ জেলার মরাদিঘী গ্রামে জন্ম গ্রহণ করেন। ১৯৭৮ সালে মাধ্যমিক পাশ করে বেলডাঙ্গা শিউনারায়ন রামেশ্ব্রর ফতেপুরিয়া কলেজে ভর্তি হোন। এখানেই তিনি পড়াশুনা সমাপ্তি করেন। তারপর শুরু হয় সংসার জীবন। সংসারের চাপে উচ্চবাচ্যকে তুচ্ছ করে বিভিন্ন কর্মস্থলে নিজেকে নিয়োগ করেন। কর্মরত এই ব্যস্ততম জীবনের অবসর সময়ে ২০১৪ সনের শেষের দিকে মানব সমাজ ও প্রকৃতিরর হাত ধরে লিখতে থাকেন গল্প ও কবিতা। আব্দুল মান্নান মল্লিকের যৌথ প্রকাশিত বইগুলির মধ্যে - আনন্দ প্রকাশন থেকে আনন্দধারা কাব্য সংকলন ও গল্প সংকলন। বাংলাদেশ বাংলার কবিতা প্রকাশনী থেকে যৌথ প্রকাশিত কাব্য সংকলন "চেনাগলি চোরাবালি" ও গল্প সংকলন "অকাল সন্ধ্যার কথন"। বাংলাদেশ আলোক বর্তিকা প্রকাশনী থেকে প্রকাশিত শতকের স্বপ্ন প্রাপ্তি কবিতার বই। এ ছাড়াও বিভিন্ন গল্প ও কবিতা নিয়ে ম্যাগাজিন প্রকাশিত হয়েছে।
- URLs: